বিভিন্ন সুন্নাহ বাস্তবায়ন এবং তা বাস্তব জীবনে প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা বিভিন্ন ক্যাম্পেইন করে থাকি। তার মধ্যে ‘ ক্যাম্পেইন সুন্নাহ অন্যতম। 
* সুন্নাহ ক্যাম্পেইন 
পাগড়ী পড়া, মেসওয়াক করা, খানা পিনার সুন্নাহ, রাস্তায় চলার আদব, জামা পরিধান, এস্তেঞ্জা, ঘুমানোর আদব সহ প্রাত্যহিক জীবনে প্রয়োজনীয় সকল সুন্নাহ ও তা বাস্তবায়নে আমাদের ক্যাম্পেইন পরিচালনা করা হয়। 
সে মুতাবেক যেসকল শিক্ষার্থী সবচেয়ে ভালোভাবে পাবন্দি সহ আমল করে তাদের জন্য থাকে পুরস্কারের ব্যবস্থা। 
* আমানতদারী শিক্ষা দিতে আমাদের রয়েছে ‘আমানাহ স্টল’

বাচ্চারা সেখান থেকে দোকানী ছাড়াই প্রয়োজনীয় জিনিস নিবে ও তার মূল্য পরিশোধ করবে। এভাবে হারানো বস্তু পাওয়া, রোগীর সেবা, বয়স্কদের সম্মান করা, বাবা মায়ের খেদমত কে জান্নাতের কারণ মনে করা সহ রয়েছে ইসলামী মানসিকতা গড়ে তুলার বহুবিধ ক্যাম্পেইন। 
এসকল ক্যাম্পেইন বাস্তবায়নে রয়েছে বিষয় ভিত্তিক শিক্ষক ও নির্দিষ্ট সময়।