All About
আল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসা
আসসালামু আলাইকুম , সমস্তপ্রশংসা আল্লাহ তায়ালার জন্য যিনি আপনাকে আমাকে সর্বশ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। তাঁর কাছে কৃতজ্ঞতা এজন্য যে তিনি আমাদের কে সন্তানের বাবা / মা বানিয়ে সম্মানিত করেছেন। সম্মানিত সুধী ! সন্তান আল্লাহ তায়ালার পক্ষ হতে আমাদের কাছে আমানত। আমাদের দায়িত্ব তাদেরকে সু-শিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষরুপে গড়ে তোলা। পাশাপাশি দুনিয়ার জীবনে চলার কৌশল শিক্ষা দেওয়া। নিঃসন্দেহে সে শিক্ষার প্রথম ধাপ হওয়া উচিত কোরআন ও হাদীসের শিক্ষা । যে শিক্ষা তার মধ্যে ভিত্তিপ্রস্তর স্থাপন করবে নীতি, নৈতিকতা, আদর্শ ও মূল্যবোধের। পাশাপাশি দুনিয়ার জীবন পরিচালনায় পারদর্শী করে গড়ে তুলতে তাকে শিখাতে হবে বিজ্ঞান, ভূগোল, আইসিটি , রোবটিক সাইন্স তথা জাগতিক শিক্ষা। সন্তানদের যেমন দিতে হবে ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল শিক্ষা , তেমনি তাদের দিতে হবে কোরআন হাদীসের দীক্ষা। আর এ শিক্ষার দ্বারাই সন্তান হবে দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ সম্পদ। একদিকে সে সন্তান সর্বাধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে জাতীয় ও আন্তর্জাতিকভাবে খ্যাতি অর্জন করে পরিবার দেশ ও জনগনের মুখ উজ্জল করবে, অন্যদিকে সে সন্তানই আখিরাতে নাজাতের ওসিলা হবে। সম্মানিত সুধী ! চাহিদা বিশাল, তবে তা সম্ভব । আমাদের আকাবির ও আসলাফ তার বাস্তব প্রমাণ। তবে তার জন্য প্রয়োজন সুবিন্যস্ত সিলেবাস, যোগ্য শিক্ষক, সুন্দর পরিকল্পনা, ও ছাত্র-শিক্ষকের নিরন্তর প্রচেষ্টা। সে স্বপ্ন ও চাহিদা কে বাস্তবে রুপ দিতে প্রতিষ্ঠিত হয়েছে “আল কোরআন আইডিয়াল একাডেমী”। আল্লাহ তাআ’লা আমাদের দীর্ঘ পরিশ্রমের ফসল এই প্রতিষ্ঠানকে কবুল করুন । আমিন।
Details