১। দেশের সর্বোচ্চ পর্যায়ের আলেম ওলামাদের সার্বিক তত্তাবধান।
২। দেশি ও আন্তর্জাতিক স্কলারদের পরামর্শ ও সিলেবাস প্রনয়ণে তাদের মতামত গ্রহণ।
৩। অভিজ্ঞ, মেধাবী ও ধৈর্যশীল শিক্ষক শিক্ষিকা নিয়োগ।
৪। আমাদের প্রতিষ্ঠান বোর্ড নিবন্ধিত, তাই জাতীয় পযার্য়ে আমাদের মান যাচাই হয়।
৫। শিক্ষার্থীর হাতের লেখা সুন্দর করার জন্য হাতের লেখা শিখানোর বিশেষ ক্লাস।
৬। সহজে সিলেবাস শেষ করার জন্য ‘মাসিক সিলেবাস ’ প্রনয়ণ ও সে অনুযায়ী পাঠ দান।
৭। ক্লাসে পঠিত অংশ ডায়রীতে লিখে দেওয়ার মাধ্যমে শিক্ষার্থীর প্রতিদিনের পড়া গার্ডিয়ান কে অবহিতকরণ।
৮। শিক্ষার্থী কোন বিষয়ে দুর্বল হয়ে পড়লে , তার দুর্বলতার কারণ অনুসন্ধান ও সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ ।
৯। একবছরে নাজেরা শেষ করার বিশেষ কৌশল প্রয়োগ।
১০। আমরা হেসে খেলে পড়াতে পছন্দ করি।
১১। সাপ্তাহিক ও মাসিক পরিক্ষার মাধ্যমে পড়ার মান যাচাই।
১২। হিফজ সমাপনের সাথে সাথে ৫ম শ্রেণির পরিক্ষা গ্রহণ।
১৩। হিফজের মান যাচাইয়ে বেফাক বোর্ড সহ বিভিন্ন জাতীয় প্রতিযোগীতায় অংশগ্রহণ।
১৪। শিক্ষার্থীর সক্ষমতা অনুযায়ী স্পোকেন ইংলিশ ও এরাবিক ল্যাংগুয়েজ ক্লাস।
১৫। ইসলামী সংস্কৃতি চর্চার মাধ্যমে রয়েছে শিক্ষার্থীর সুপ্ত প্রতিভা বিকাশের বিশেষ ক্লাস।
১৬। হিফজ সমাপনের পর সার্টিফিকেট প্রদান।